ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. মাহবুবুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ কর্তৃক তিনি নিয়োগপ্রাপ্ত হন। 

সোমবার (১ নভেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পরেই তিনি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, অফিস প্রধানদের সাথে পরিচিত হন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বাহরাইনের কিংডম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন ফ্যাকাল্টির সাবেক ডিন। এছাড়াও তিনি বিভিন্ন দেশে শিক্ষকতা করেছেন। 

বিশ্বের বিভিন্ন জার্নালে তার ১০০টিরও বেশি প্রকাশনা রয়েছে। তিনি আর্কিটেকচারের উপর বেশ কয়েকটি বই সম্পাদনা ও লিখেছেন। (বিজ্ঞপ্তি)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি