ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ৩০ নভেম্বর ২০২২

বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আয়কর দিবসের অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, “৩১ ডিসেম্বর পর্যন্ত বিনা জরিমানায় রিটার্ন দেওয়া যাবে। আমরা চাইছি রিটার্ন জমা বাড়াতে। মানুষকে আরও বেশি সুযোগ দেওয়ার উ্দ্দেশ্যে এ সিদ্ধান্ত নিয়েছি।”

প্রতিবছরের মত এবারও ১ নভেম্বর থেকে আয়কর সেবা মাস শুরু করে এনবিআর। নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া আয়কর বিবরণী দাখিলের সুযোগ পান করদাতারা।

তবে অর্থনৈতিক সংকটের কারণে এর সময়সীমা বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের। এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ দাবি জানায় এফবিসিআই।

২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে মহামারীর কারণে গত দুই বছর একমাস সময় বাড়ানো হয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি