ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ই-কমার্স কেনাকাটায় নতুন মাত্রা ইভ্যালির টি১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

গ্রাহকদের সুবিধার্থে ই-কমার্স কেনাকাটায় নতুন মাত্রা যোগ করেছে দেশের জনপ্রিয় মার্কেটপ্লেস ইভ্যালি। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন টি১০। এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডট কম ডট বিডি। 

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৩০ জুন) এই তথ্য জানায়। 

এতে বলা হয়, নতুন এসওপি’র আলোকে এবং গ্রাহকদের অব্যাহত চাহিদার কথা সামনে রেখে নতুন আঙ্গীকে আরও আকর্ষণীয় অফার এবং সেবা নিয়ে টি১০ ক্যাম্পেইন সাজানো হয়েছে। এই ক্যাম্পেইন চলবে প্রতি শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে। 

যে কোন পণ্য বা সেবার মূদ্রিত মূল্যের শুধু ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) অর্থাৎ পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। আর পণ্যের ডেলিভারি পাওয়া যাবে মাত্র ১০ দিনের মধ্যেই। 

টি১০ নিয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমাদের ওপর গ্রাহকের আস্থা এবং বিশ্বাসই আমাদের পথচলার প্রেরণা। আর সেই বিশ্বাসের বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং গ্রাহকের ই-শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা দিতেই আমরা নিয়ে এসেছি টি১০ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি অত্যন্ত সফল হবে বলে আমরা আশাবাদী।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি