ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ই-মেইল কেলেঙ্কারির অভিযোগ থেকে রেহায় পেলেন হিলারি ক্লিনটন

প্রকাশিত : ১২:৩১, ৬ জুলাই ২০১৬ | আপডেট: ১২:৩১, ৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ই-মেইল কেলেঙ্কারির অভিযোগ থেকে রেহায় পেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তার বিরুদ্ধে ব্যক্তিগত ই-মেইলে সরকারি তথ্য আদান-প্রদানের বিষয়ে কোন অভিযোগ আনছে না এফবিআই। সংস্থাটির পরিচালক জেমস কমি জানান, হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ আনার যুক্তিসঙ্গত কোনো কারণ পাওয়া যায়নি। তবে হিলারি খুবই অসচেতন ছিলেন বলে জানান তিনি। এতোদিন পর বিষয়টি সুরাহা করায় এফবিআইকে ধন্যবাদ জানায় হিলারির প্রচারক দল। তবে প্রেসিডেন্ট পদে অপর মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এতে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিজের ব্যক্তিগত ই-মেইল সার্ভার থেকে হিলারি গুরুত্বপূর্ণ ১১০টি ই-মেইল আদান প্রদান করেন। গেলো শুক্রবার এফবিআইর সদর দপ্তরে টানা সাড়ে তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি