ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা ‘রুশ ইচ্ছাপত্র’ নয়: যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১১:৫৩, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৮, ২৩ নভেম্বর ২০২৫
ইউক্রেন সংঘাত নিরসনে ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনাটি রাশিয়ার কোনো ‘ইচ্ছাপত্র’ নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একদল মার্কিন সিনেটরের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে এই দাবি করা হয়।
শনিবার ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
একদল সিনেটর অভিযোগ করেন যে শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের ফোন করে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে ‘রুশ ইচ্ছাপত্র’ চাপিয়ে দিতে চাইছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। রুবিও এবং পুরো প্রশাসন বারবার পরিষ্কার করেছে, এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি। এতে রাশিয়া ও ইউক্রেনের মতামতও অন্তর্ভুক্ত করা হয়েছে।’
ট্রাম্প প্রশাসনের সেই ২৮ পয়েন্ট সম্বলিত খসড়ায় গত প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে রাশিয়া এবং ইউক্রেন উভয়কে কিছু শর্ত মেনে চলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
ট্রাম্প ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ২৮ দফার পরিকল্পনাটি গ্রহণ করার জন্য। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি সমঝোতার একটি ভিত্তি হতে পারে।
পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানো শুরু করেন। সাম্প্রতিক মাসগুলোতে, রুশ বাহিনী দক্ষিণ-পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হয়েছে— যদিও ভয়াবহ যুদ্ধ ক্ষতির খবর পাওয়া গেছে।
এএইচ
আরও পড়ুন










