ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ইউসেফ-এসআইবিএল স্কিলস ট্রেইনিংয়ে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ইউসেফ বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রামে ১০০ জন সুবিধাবঞ্চিত তরুণকে কারিগরী প্রশিক্ষণ প্রদান করছে। ‘‘ইউসেফ-এসআইবিএল স্কিলস ট্রেইনিং প্রজেক্ট”-এর আওতায় রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডের প্রথম ব্যাচে ২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

সম্প্রতি, ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান, মেঘনা গ্রুপের চীফ অপারেটিং অফিসার এম. এ. বাকার, অনন্ত হোয়াশিয়াং লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শামীম ইমাম, নাসা গ্রুপের পরিচালক কাজী আজিজুল ইসলাম এবং ইউসেপ বাংলাদেশ-এর পরিচালক মো. দিদারুল আলম চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দক্ষ মানব সম্পদ তৈরীতে ইউসেপ বাংলাদেশ-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি