ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইটিভিতে সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কেক কেটে প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করেছেন একুশে টেলিভিশনের কর্মীরা। 

এ উপলক্ষে শনিবার প্রতিষ্ঠানটির সভাকক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজনে কেক কাটেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “বয়স বাড়াকে অনেকেই বিড়ম্বনার বললেও আমি মনে করি এটা আশীর্বাদও বটে। কারণ বয়স বাড়লে আরো বেশি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়। এই অভিজ্ঞতা মানুষকে ঋদ্ধ করে।”

একুশে টেলিভিশনের কর্মীদের নিয়ে প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে একুশে টেলিভিশনের হেড অব নিউজ রাশেদ চৌধুরী, চিফ প্ল্যানিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর বিপ্লব কুমার পাল ও বিভিন্ন বিভাগের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

১৯৫০ সালের ২৩ সেপ্টেম্বর ফরিদপুর শহরে জন্ম নেওয়া পীযূষ বন্দ্যোপাধ্যায় এ বছর পা রাখলেন ৭৩ এ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি