ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ইনস্টাগ্রাম আয়েও মেসিকে টপকালেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কিছুদিন আগে ব্যবসা সংক্রান্ত খ্যাতিমান বিশ্ব ম্যাগাজিন ফোর্বসের ব্র্যান্ড ভ্যালুর তালিকায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলেছিলেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এবার ইনস্টাগ্রাম আয়েও পাচঁবারের বিশ্বসেরা ফুটবলার মেসিকে পেরিয়ে গেলেন কোহলি।

ক্রিকেট রেকর্ডের মতো ফেসবুক, টুইটার আর ইনস্টগ্রামেও রেকর্ড গড়ার খেলায় মেতেছেন কোহলি। ভারতীয় অধিনায়কের এই মুহূর্তে ফেসবুক ফলোয়ার ৩ কোটি ৬০ লাখ।

সামাজিক যোগাযোগের আর দুই মাধ্যম ইনস্টাগ্রাম আর টুইটারেও জনপ্রিয় অনেক খেলোয়াড়কে পেছনে ফেলে দিয়েছেন কোহলি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১ কোটি ৫০ লাখ, টুইটারে ২ কোটি। এসব মাধ্যম থেকে ভারতীয় ব্যাটিং সেনসেশনের আয়ের পরিমাণটা শুনলে তো মাথাই ঘুরে যাবে অনেকের।

ফোর্বসের একটি তথ্য বলছে, কোহলি ইনস্টাগ্রামের প্রতিটি প্রচারমূলক পোস্ট থেকে আয় করেন বাংলাদেশী মুদ্রায় ৪ কোটি ১০ লাখ টাকার মত। একই সমান টাকা পান বিশ্ব ফুটবলের নামী তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই তালিকায় শীর্ষে রয়েছেন আমেরিকান অভিনেতা কেভিন হার্ট। লিওনেল মেসি কিংবা গলফ সুপারস্টার ররি ম্যাকলরির মত তারকাও এই জায়গায় পেরে উঠছেন না কোহলির সঙ্গে।

সূত্র : স্পোর্টসকিডা

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি