ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় নতুন বছরের বন্যায় ১৮ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় নতুন বছরের প্রাক্কালে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ব্যাপক বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

এ প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোককে সাময়িকভাবে স্থাপিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। দক্ষিণপূর্ব এশীয় এ দেশের দুর্যোগ সংস্থা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে।

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এ দুর্যোগে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে। 

বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আগুস উইবোয়ো বলেন, ‘আমরা এখন বিভিন্ন সূত্র থেকে হাল নাগাদ তথ্য সংগ্রহ করছি। এতে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।’ নিহতদের মধ্যে আট বছরের এক বালক ও ৮২ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি