ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ইবির নতুন আইন প্রশাসক ড. জহুরুল ইসলাম

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:২৪, ৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক অধ্যাপক ড. রেবা মন্ডল সম্প্রতি এ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রশাসন বরাবর একটি আবেদন করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নিয়ে তার স্থলে আগামী ১ বছরের জন্য অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামকে দায়িত্ব দেয়।

এ বিষয়ে অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক হিসেবে প্রশাসনকে আইনগত সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, এর আগেও অধ্যাপক ড. জহুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম আইন প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদের সাবেক ডিন ও আইন বিভাগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি