ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইভ্যালিতে সিওও হিসেবে যোগ দিয়েছেন এইচএম তারিকুল কামরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে সম্প্রতি চিফ অপারেটিং অফিসার(সিওও) হিসেবে যোগ দিয়েছেন এইচএম তারিকুল কামরুল। 

বহুজাতিক কোম্পানিসহ দেশের বৃহৎ কোম্পানিগুলোতে ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারিকুল কামরুলের। এর আগে তিনি লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসাবে কর্মরত ছিলেন। 

তিনি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা লিমিটেড, এমজিএইচ গ্রুপ, ট্রান্সকম লিমিটেডের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে সুনামের সাথে তার কর্মজীবন অতিবাহিত করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন তারিকুল কামরুল।

বাংলাদেশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ডিজিটালাইজ করার জন্য নতুন আকর্ষণীয় অ্যাপ ভিত্তিক সার্ভিস চালু করার সাথে সাথে ইভ্যালির ইকমার্স ব্যবসা প্রসারে গতি আনতে তারিকুল কামরুল বিশেষ মনোনিবেশ করবেন বলে প্রতিষ্ঠানটি আশা করছে। (বিজ্ঞপ্তি)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি