ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ইভ্যালিতে পাওয়া যাবে লুবনানের পণ্য ও গিফট কার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২৭ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৪:২১, ২৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

লুবনান গ্রুপ অব কনসোর্টিয়ামের সহযোগী প্রতিষ্ঠানগুলোর পণ্য এবং গিফট কার্ড এখন থেকে পাওয়া যাবে ইভ্যালিতে। এর ফলে ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালির গ্রাহকেরা লুবনান, রিচম্যান এবং ইনফিনিটি মেগা মলের পণ্য এবং গিফট কার্ড বিশেষ মূল্য ছাড়ে কিনতে পারবেন ইভ্যালি থেকেই।

গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে এই বিষয়ে উভয় পক্ষের মাঝে আনুষ্ঠানিকভাবে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এসময় লুবনান গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ কর্মারসিয়াল অফিসার (সিসিও) জি এম রাশেদুল হক মুকুল এবং নির্বাহী মো. মাহবুবুল হক উপস্থিত ছিলেন। আর ইভ্যালির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মো. আবু তাহের সাদ্দাম এবং সহকারী ব্যবস্থাপক ফারজানা দৃষ্টি।

চুক্তির সামগ্রিক বিষয় নিয়ে ইভ্যালি প্রধান মোহাম্মদ রাসেল বলেন, লুবনান গ্রুপ এবং তাদের প্রতিষ্ঠানগুলো দেশের বেশ জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড। তাদের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে আনন্দিত। এতে করে আমরা উভয়েই তো বটেই আমাদের যে বিশাল গ্রাহক শ্রেণী আছেন তারাও বিশেষ সুবিধা পাবেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি