ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইমরুল কায়েস বাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৭, ১৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বে শেষ দু’ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)প্রথম দু’ম্যাচের দলে থাকা ওপেনার ইমরুল কায়েস বাদ পড়েছেন।

ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে এবং শ্রীলংকাকে ১৬৩ রানে হারায় বাংলাদেশ। ফলে দু’ম্যাচে বড় জয়ে বোনাস পয়েন্টসহ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে মাশরাফির দল। আগামী ২৩ ও ২৫ জানুয়ারি যথাক্রমে জিম্বাবুয়ে ও শ্রীলংকার বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফাইনাল।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি