ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ বিক্ষোভকারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ৬ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার বিক্ষোভ চলাকালে আটজনের মৃত্যুর পর আজ মঙ্গলবার ভোরের দিকে নিহত হয়েছেন আরও পাঁচজন।

এর আগে কয়েকদিন পুলিশ বিক্ষোভকারীদের দমাতে টিয়ার সেল ও রাবার বুলেট ব্যবহার করলেও সোমবার থেকে তাজা গুলি ব্যবহার শুরু করছে।

কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে। বিক্ষোভ দমাতে দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি বলেছিলেন বিক্ষোভকারীরা ঘরে ফিরে গেলে তিনি পদত্যাগ করবেন। তবে তার এই আশ্বসে বিক্ষোভ কমেনি বরং মাত্রা আরও বেড়েছে।

সরকারবিরোধী এ বিক্ষোভকে কেন্দ্র করে এখন পর্যন্ত অন্তত ২৬০ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে বিক্ষোভ শুরুর প্রথম সপ্তাহে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি