ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেবে না পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে গোপন যোগাযোগের কোনও ঘটেনি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল। পাকিস্তান কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন তিনি। খবর পার্সটুডে’র।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পাকিস্তান বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। এ সময় তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরাইলের অংশ করার পরিকল্পনার তীব্র নিন্দা জানান।

মোহাম্মাদ ফয়সাল বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ইসলামাবাদ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন আগ্রাসী ঘোষণার পর মুসলিম দেশগুলো ব্যাপক প্রতিবাদমুখর হয়ে উঠেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি