ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স মেগা বিজয়ীর টোকেন হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ৭ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৮:১৪, ৭ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স উৎসবের মেগা বিজয়ীর নিকট ইন্সট্যান্ট ক্যাশের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট ও লাক্সারি হোটেলে ৩ দিন ২ রাত অবকাশ যাপনের টোকেন হস্তান্তর ৭ নভেম্বর মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজন করা হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, সৌদি আরব থেকে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে কক্সবাজারের কোটবাজার শাখার গ্রাহক আব্দুর শুক্কুরের নিকট এই পুরস্কার হস্তান্তর করেন। 

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, ইনস্ট্যান্ট ক্যাশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফারহানা ইসলাম খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি