ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ইসলামী ব্যাংক এমপ্লয়িজ বহুমুখী সমবায় সমিতি’র সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক এমপ্লয়িজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, আব্দুল জব্বার ও মো. সালেহ ইকবাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএএম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম।

সমিতির সভাপতি এটিএম শহীদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিগত বছরের আয় ব্যায়ের হিসাব তুলে ধরা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি