ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন কর্মশালা সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ২২ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে চট্টগ্রাম সাউথ, ঢাকা নর্থ, ময়মনসিংহ ও নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দীন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ এবং মূল বিষয়ের উপর বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসাইন ও অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মুহাম্মদ ইসমাঈল।

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন শাখা ও এজেন্ট আউটলেটের ৭৯০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি