ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ইয়ামাহা এমটি ফিফটিন এর প্রথম ডেলিভারি সেলিব্রেশন

প্রকাশিত : ১৫:৫১, ১৪ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:১১, ১৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

এসিআই মটরস এর অন্যতম থ্রিএস ডিলার পয়েন্ট- ‘ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর’ এবং ফ্ল্যাগশিপ সেন্টার ‘ইয়ামাহা থ্রিএস সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এমটি ফিফটিন এর ডেলিভারি সেলিব্রেট করা হয়।

গতকাল শনিবার এ ডেলিভারি সেলিব্রেট করা হয়। অনুষ্ঠানে এসিআই মটরস্-এর জেনারেল ম্যানেজার (সেলস) শামিম আহমেদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এসিআই মটরস্ বাজারে নিয়ে এসেছে ইয়ামাহা’র নতুন মডেলের নেকেড বাইক এমটি ফিফটিন যা মাস্টার অফ টর্ক নামে পরিচিত। ১৫৫ সিসির এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি’এর ইঞ্জিন যা এমটি ফিফটিন বাইকটিকে করে তুলেছে আরও পাওয়ারফুল।

এর নেকেড লুক, সিঙ্গেল কার্ভড সিট, আপরাইট সিটিং পজিশন এবং পাওয়ারফুল টর্ক এসেই সাড়া ফেলেছে তরুণ বাইকারদের মধ্যে। এছাড়াও এর হেডলাইট এর বোল্ড এবং রোবোটিক লুক এই বাইকটিকে করে তুলেছে আরও স্টাইলিশ। এসিআই মটরস্ বর্তমানে এমটি ফিফটিন এর দুটি কালারই বাজারজাত করছে, ডার্ক ম্যাট ব্লু এবং মেটালিক ব্ল্যাক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি