ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঈদ এগিয়ে আসার সাথে সাথে বিপনি-বিতানগুলোতে বাড়ছে বেচাকেনা

প্রকাশিত : ১১:৪০, ২৯ জুন ২০১৬ | আপডেট: ১১:৪০, ২৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঈদ এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে বেচাকেনা। বড়-ছোট সব শহরের বিপনি-বিতানগুলোতে এখন ক্রেতাদের ভীড়। সাধ্যমতো পছন্দের পণ্য কিনতে দোকান থেকে দোকানে ছুটছেন ক্রেতারা। বেচাকেনাও চলছে মাঝরাত পর্যন্ত। একদিকে বাজারে বাহারি সব পণ্য, আবার দাম নিয়েও আছে ক্রেতা-বিক্রেতাদের পাল্টাপাল্টি মত। ঈদে নতুন জামা-জুতো লাগবেই। সামর্থ্য বুঝে পরিজনদের নিয়ে চলছে ঈদের কেনাকাটা। ঝিনাইদহ শহরের প্রতিটি মার্কেটে দিনভর ক্রেতাদের ভীড়। এবার বিভিন্ন নামের নতুন নতুন পোশাকের দিকেই তরুণ-তরুণীদের বেশি ঝোঁক। ইদ বাজারে ফেনী জেলার বিপনি-বিতানগুলোতে বাহারী সব পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এছাড়া হকার্স মার্কেটসহ ফুটপাতে ভিড় জমাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। পোশাক-জুতোসহ বিভিন্ন পণ্যের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে এরইমধ্যে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশাল নগরীর কাঠপট্টি, মহসিন মার্কেট, সোবহান কমপ্লেক্সসহ বিভিন্ন মার্কেটে তৈরি পোশাকের পাশাপাশি নতুন জুতো কেনায় ভীড় বেশি। পছন্দ অনুযায়ী শার্ট-প্যান্ট ও পাঞ্জাবি কিনছেন ক্রেতারা। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মতপার্থক্য থাকলে রমজানের শেষ কয়েকদিন ভাল বেচাকেনার আশা করছেন বিক্রেতারা। ঈদের কেনাকাটা নির্বিঘ্নে করতে সব মার্কেটেই নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি