ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঈদে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে নারীরা পার্লারে

প্রকাশিত : ১৭:১২, ৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:১২, ৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ঈদ উৎসব দুয়ারে। পোশাক, জুতা, গয়না, প্রসাধনীসহ ঘর-গৃহস্থালির কেনাকাটা প্রায় শেষ। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে বিশেষ এই দিনটিতে নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলে ধরতে সব বয়সী নারীরা এখন যাচ্ছেন পার্লারে। কেউ দু’হাত ভরে মেহেদী পড়ছেন, কেউ বা চুলে দিচ্ছেন নতুন কাট। আগামীকাল ঈদ। সময় নেই একেবারেই। পোশাক ও অন্যান্য কেনাকাটা শেষ। নিজেকে আরো সতেজ ও আকর্ষনীয় করে তোলার জন্য অনেকে এসেছেন পার্লারে। ঈদের আনন্দে মেহেদী রাঙ্গানো হাত না হলে সাজে পরিপূর্নতা যেন আসে না। হাত জুড়ে তাই আকাঁ হচ্ছে বিভিন্ন নকশা। ঈদের দিনে নিজেকে একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের জন্য অনেকে পছন্দমত হেয়ার কাট দিচ্ছেন। নতুন পোশাকে নতুন  গহনা, সহ সাজসজ্জা একটি দিনকে কেন্দ্র করেই। সবার আশা ঈদের দিনটি যেন হয়ে উঠে রঙ্গিন-আনন্দময়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি