ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ঈদের বাজার সাজতে শুরু করেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রমজানের প্রথম সপ্তাহ শেষ। সাজতে শুরু করেছে ঈদের বাজার। শুরুর দিকে কেনাকাটায় যাচাই বাছাইয়ের সুযোগ নিচ্ছেন ক্রেতারা। আর বিক্রেতারা ভিড় সামলাতে অভ্যস্ত হওয়ার সব প্রস্তুতি নিয়ে রাখছেন।
নতুন সব আকর্ষনীয় নকশা আর বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজাতেই কাটলো রমজানের প্রথম সপ্তাহ।
গেলবারের পুরোনো পোশাক বস্তাবন্দী। এবার নতুন করে বায়না, নতুন বছরের ঈদ পোশাকের জন্য।
দাম নিয়ে বরাবরই ক্রেতাদের থাকে ভিন্ন ভিন্ন মতামত।
আর বিক্রেতারা আশাবাদী, প্রথম সপ্তাহ সাদামাটা গেলেও শুরুটা উর্ধ্বমূখী।
ঈদের পোশাকে বৈচিত্র্য এনে ক্রেতাদের কাছে টানার চেষ্টাতো আছেই।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি