ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা : ঢাকার উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ৪ সেপ্টেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ । আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব সম্প্রদায়ের বাঁধাকে উপেক্ষা করে উত্তর কোরিয়া গত ৩ সেপ্টেম্বর ষষ্ঠবারের মত পারমাণবিক পরীক্ষা চালায়।

বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার এই ধরনের কার্মকাণ্ড আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরুপ। আমরা আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের একতরফা কার্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়াকে আহ্বান জানাই। সূত্র: বাসস

এমএইচ/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি