ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

উন্নয়নের সম্ভাবনা কাজে লাগাতে রাষ্ট্রপতির আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ২৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:০৪, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

একুশ শতকের উন্নত ও অগ্রসরে দেশ বিনির্মাণে ছড়িয়ে থাকা সম্ভাবনাসমূহ খুঁজে বের করে তা যথাযথভাবে কাজে লাগাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার বিকেলে ভোলার চরফ্যাশন সরকারি টি বি হাই স্কুল মাঠে এক জনসভায় ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি এ সময় বলেন ‘বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল তবে এই সম্ভাবনা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য এই সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগাতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।’

উন্নয়ন একটি অব্যাহত প্রক্রিয়া এবং কেউ কাউকে উন্নয়নের গতি এনে দিতে পারে না। বিভিন্ন উপায়ে তা অর্জন করতে হয়। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে এগিয়ে যেতে সকলকে।’ 

এই ছোট ভূখণ্ডে দেশের ১৭ কোটি জনসংখ্যাকে বিপুল মানবসম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি এই বিপুল জনসংখ্যা দক্ষ জনশক্তিতে পরিণত করা না যায় তাহলে দেশের সকল উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে।’

চরফ্যাশনের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, অবকাঠামো, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নদী সংরক্ষণ, অফিস-আদালতসহ অনেক এলাকায় সার্বিক উন্নয়ন হয়েছে। বেসরকারি উদ্যোক্তা এবং স্থানীয় লোকদের এই সম্ভাবনা কাজে লাগাতে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে।

 

এছাড়া চরফ্যাশনে ১৮তলা বিশিষ্ট ২২০ ফুট উচ্চতার টাওয়ার নির্মাণকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, টাওয়ারটি দেশী ও বিদেশী পর্যটক আকর্ষণে বিশেষ অবদান রাখবে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ও আধুনিক এই ‘জ্যাকব টাওয়ার’ বাংলাদেশের পর্যটন শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি পর্যটন শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, আফজাল হোসেন, আলী আজম মুকুল, চরফ্যাশন সরকারি কলেজের প্রিন্সিপাল কায়সার আহমেদ দুলাল, নুরুন নবী চৌধুরী শাওন এমপি এবং চরফ্যাশন মিউনিসিপ্যালিটির মেয়র শ্রী বাদল কৃষ্ণ বক্তব্য রাখেন।

এরআগে, রাষ্ট্রপতি ৪টি স্থাপনা প্রিন্সিপাল নজরুল ইসলাম ডিগ্রী কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ, নজরুল ইসলাম টিচারস’ ট্রেনিং কলেজ এবং রসুলপুর-আওয়াজপুর মৈত্রী সেতু উদ্বোধন করেন।

রাষ্ট্রপতি দু’দিনের ভোলা সফরে আজ দুপুর ১টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান। আগামীকাল তিনি ভোলা সদর উপজেলায় এক জনসভায় ভাষণ দেবেন। আগামীকাল বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি