ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

উন্মুক্ত হলো সেই থাই গুহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৫ মাস আবারো পর্যটকদের জন্য খুলে দেয়া হলো থাইল্যান্ডের থ্যাম লুয়াং গুহাটি। গত বছরের জুলাইয়ে ১২ জন শিশু ফুটবলার ও তাদের কোচ সেখানে বেড়াতে গিয়ে আটক পড়েন। ১৭ দিন পর তাদের উদ্ধার করা হয়। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর) গুহাটি পর্যটকদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ। এ সময় দুই হাজারের বেশি পর্যটক সেখানে প্রবেশের জন্য ভিড় জমান। 

প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকায় অবস্থিত দেশটির দীর্ঘতম গুয়া থ্যাম লুয়াংয়ে বেড়াতে গিয়ে কোচ এক্কাপোল জানথাওংয়েসহ আটকা পড়েন ওই ১২ জন। 

পরে ১৭ দিন পর ৯০ জনের মত ডুবুরির সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। এরপর থেকেই গুহাটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। 

দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে গুহাটি খুলে দেয়া হয়। গুহাটি প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যটকদের জন্য উম্মুক্ত থাকবে। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি