ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগের অবস্থান

প্রকাশিত : ১১:১৮, ১২ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:১৪, ১২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরকে ভিপি পদে অস্বীকার করে উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগ।

সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ৪টার দিকে ছাত্রলীগে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করতে থাকে। এখানও তারা সেখানেই তার অবস্থান করছে। প্রহসনের নির্বাচন মানি না মানব না’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা’এভাবে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এর অদূরে ভিসির বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ নীরবে দাঁড়িয়ে আছেন। এবিষয় জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানিয়েছেন, ভোর থেকে কিছু ছাত্র ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। নিরাপত্তার স্বার্থে আমরাও সেখানে অবস্থান করছি।

এরআগে, রাত ৩টা ২৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা নূরকে অস্বীকার করে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ করে। পরে রাত ৪টার দিকে উপাচার্য মো. আখতারুজ্জামান সিনেট ভবন ত্যাগ করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি