ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

উভয় স্টক এক্সচেঞ্জে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ৭ মে ২০১৭ | আপডেট: ১৮:০১, ৭ মে ২০১৭

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।  
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৪৩টির, আর ৩০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল প্রায় ৭৩৮ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৭ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৯২টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৫০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি