ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

উয়েফার বর্ষসেরা ফুটবলার রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৫৬, ২৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

লিওনেল মেসিকে পেছনে ফেলে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো

রোনালদো এ নিয়ে গত চার বছরে তিনবার এই পুরস্কার পেলেন। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার উয়েফার সেরা খেলোয়াড় হলেন।

এ রিয়াল তারকা চ্যাম্পিয়ন্স লিগে ১২টি গোল করে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ছিনিয়ে নিলেন। গত মওসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে গোল করেন মোট ৪২টি।

ইউরোপ সেরা ফুটবলারের ট্রফি হাতে নিয়ে রোনালদো এক প্রতিক্রিয়ায় বলেন, আমার লক্ষ্য থাকে প্রতিবছর এই ট্রফি জেতা। পাশাপাশি আমার ক্লাব ও জাতীয় দলকে ট্রফি জেতানো। ফের ট্রফিটি তুলে ধরতে পেরে আমি সম্মানিত। আমি সতীর্থদের ধন্যবাদ জানাই।

মেসি শেষবার এই পুরস্কার জিতেছিলেন ২০১৫ সালে। এবার সেরা গোলকিপারের পুরস্কার জিতলেন বুফন। সেরা ডিফেন্ডার সের্জিও রামোস। সেরা মিড-ফিল্ডার লুকা মডিচ।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি