ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এইচ. আর. ম্যাকমাস্টার ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে যাচ্ছেন

প্রকাশিত : ১৩:০৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:০৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে যাচ্ছেন  এইচ. আর. ম্যাকমাস্টার। দূর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য হওয়া মাইকেল ফ্লিনের স্থলাভিষিক্ত হবেন এই সেনা কর্মকর্তা। ফ্লোরিডার পাম বিচ ক্লাবে ম্যাকমাস্টারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা জানান  ট্রাম্প। সেখানে তিনি ম্যাকমাস্টারকে জ্ঞানী এবং অভিজ্ঞ বলে মন্তব্য করেন। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগের জন্য প্রেসিডেন্টের অনুমতিই যথেষ্ট। এজন্য সিনেটের অনুমতির প্রয়োজন পড়ে না বলে জানা যায়। প্রসঙ্গত রাশিয়ার সাথে আঁতাতের অভিযোগে আগের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করতে বাধ্য হন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি