ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ৭ অক্টোবর ২০২০ | আপডেট: ১৫:১৭, ৭ অক্টোবর ২০২০

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এবছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বাতিল ঘোষণা করেছে সরকার। তবে জেএসসি ও এসএসসি পরীক্ষার উপর মূল্যায়ন করে এই পরীক্ষার ফল দেওয়া হবে।

বুধবার সংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সরাসরি পরীক্ষা গ্রহণ না করে একটু ভিন্নভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা দুটি পাবলিক পরীক্ষা- জেএসসি এবং এসএসসি পরীক্ষা পার করে এসেছে। সে দুটির ফল বিবেচনা করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করবো।

মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার সময়ে সারা বিশ্ব যেভাবে শিক্ষার্থীদের রেজাল্ট দিচ্ছে সে ভাবেই বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং জানুয়ারির মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়য়ে ভর্তি সম্পন্ন করার কথাও জানান তিনি। 

 

 

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি