ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

এএমসিএল (প্রাণ) এর ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ২৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানী লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০১৭-২০১৮ সালে শেয়ার হোল্ডারদের জন্য নগদ ৩২ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে।   

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত কোম্পানীর ৩৩ তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান ও কোম্পানী সচিব মোহাম্মদ আমিনুর রহমান।  

এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় বিনিয়োগকারীগণ বিগত বছরগুলোতে কোম্পানীর উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানীর ব্যবসায় পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান পরামর্শ দেন।

কোম্পানীর বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহবান এবং সভাপতি মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

কেআই/এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি