ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এক নজরে বিশ্বকাপের ভেন্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ১১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৯:৩০, ১১ অক্টোবর ২০২১

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (দুবাই)

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (দুবাই)

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত রূপের এই মহারণে প্রায় এক মাস ব্যাটে-বলের ধুমধাড়াক্কা লড়াইয়ে বুঁদ হয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

মাঠের লড়াই শুরু হওয়ার আগে থেকেই ক্রিকেট ভক্তরা ব্যস্ত নানা আলোচনা আর দল নিয়ে চুলচেরা বিশ্লেষণে। প্রিয় ক্রিকেটার থেকে শুরু করে বিশ্বকাপের ভেন্যু কোনো কিছুই বাদ যাচ্ছেনা আলোচনা থেকে। 
কোন মাঠে কোন খেলা বিশ্বকাপের আগে এক নজরে তা দেখে নেওয়া যাক।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (দুবাই)

সবচেয়ে বেশি ৬২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের রেকর্ড রয়েছে মরুর দেশের এই স্টেডিয়ামের ঝুলিতে। ২০০৯ সালে নির্মিত ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল, ফাইনালসহ ভারত-পাকিস্তান, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো হাই-ভোল্টেজ ম্যাচ হবে। 

রাতে ক্রিকেট ম্যাচ নির্বিঘ্নভাবে আয়োজনের জন্য দৃষ্টিনন্দন এই মাঠের চারপাশ ঘিরে রয়েছে ৩০০ ফ্লাডলাইড, যা ‘রি অব ফায়ার’ নামে খ্যাত। ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে এই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত।

ভেন্যুর ফিক্সচার-
২৩ অক্টোবর: ইল্যাংড-ওয়েস্ট ইন্ডিজ
২৪ অক্টোবর: ভারত-পাকিস্তান
২৬ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ
২৮ অক্টোবর: অস্ট্রেলিয়া- গ্রুপ ‘এ’ বিজয়ী
২৯ অক্টোবর: পাকিস্তান-আফগানিস্তান
৩০ অক্টোবর: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
৩১ অক্টোবর: ভারত- নিউ জিল্যান্ড
৩ নভেম্বর: নিউ জিল্যান্ড-গ্রুপ ‘বি’ রানার্স আপ
৪ নভেম্বর: অস্ট্রেলিয়া-গ্রুপ ‘বি’ রানার্স আপ
৫ নভেম্বর: ভারত-গ্রুপ ‘বি’ রানার্স আপ 
১১ নভেম্বর: দ্বিতীয় সেমি-ফাইনাল
১৪ নভেম্বর: ফাইনাল

শারজাহ স্টেডিয়াম (শারজাহ)

১৯৮৪ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এরপর একে একে ২৬৩টি। শারজাহ স্টেডিয়ামের এর চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের রেকর্ড রয়েছে শুধু সিডনি ক্রিকেট গ্রাউন্ড (২৭৭) ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (২৭৫)।  

১৯৮৬ সালে ভারতের বিরুদ্ধে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা হাঁকানো আর ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শচীন টেন্ডুলকারের ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির সাক্ষীও এই মাঠ। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ১৬১০০ দশর্ক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের যেসব ম্যাচ হবে-  

প্রথম রাউন্ড
২২ অক্টোবর: নামিবিয়া-আয়ারল্যান্ড
২২ অক্টোবর: শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস
সুপার ১২
২৪ অক্টোবর: গ্রুপ ‘এ’ বিজয়ী-গ্রুপ ‘বি’ রানার্স-আপ
২৫ অক্টোবর: আফগানিস্তান-গ্রুপ ‘বি’ বিজয়ী
২৬ অক্টোবর: পাকিস্তান-নিউ জিল্যান্ড
২৯ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-গ্রুপ ‘বি’ রানার্স-আপ
৩০ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-গ্রুপ ‘এ’ বিজয়ী
১ নভেম্বর: ইংল্যান্ড-গ্রুপ ‘এ’ বিজয়ী
৫ নভেম্বর: নিউ জিল্যান্ড-গ্রুপ ‘এ’ বিজয়ী 
৬ নভেম্বর: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
৭ নভেম্বর: পাকিস্তান-গ্রুপ ‘বি’ বিজয়ী

ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড (মাসকাট)

২০১২ সালে উন্মুক্ত হওয়া তিন হাজার আসনের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ওমান ক্রিকেটের মুকুটের একটি জ্বলজ্বলে রত্ন। আইসিসির টেস্ট ভেন্যুর মর‌্যাদা পাওয়া এই মাঠে ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ও ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ এর চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।   
এই মাঠে যেসব ম্যাচ হবে- 
গ্রুপ ১
১৭ অক্টোবর: ওমান-পাপুয়া নিউ গিনি
১৭ অক্টোবর: বাংলাদেশ-স্কটল্যান্ড
১৯ অক্টোবর: স্কটল্যান্ড-পাপুয়া নিউ গিনি
১৯ অক্টোবর: বাংলাদেশ-ওমান
২১ অক্টোবর: বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
২১ অক্টোবর: ওমান-স্কটল্যান্ড

শেখ জায়েদ স্টেডিয়াম (আবু ধাবি)

দ্বিতীয় সর্বোচ্চ ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছে এই স্টেডিয়াম। ২০০৪ সালে স্কটল্যান্ড ও কেনিয়ার মধ্যেকার প্রথম শ্রেণির ম্যাচ দিয়ে দ্বার খোলে এই মাঠের। দুই বছর এখানে অনুষ্ঠিত হয় প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ; যেখানে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ২০ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে এবার বিশ্বকাপের যেসব ম্যাচ হবে- 
প্রথম রাউন্ড
২০ অক্টোবর: নামিবিয়া-নেদারল্যান্ডস
২০ অক্টোবর: শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড
সুপার ১২
২৩ অক্টোবর: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
২৭ অক্টোবর: ইল্যান্ড-‘বি’ ১
২৭ অক্টোবর: ‘বি১-‘এ’২
৩১ অক্টোবর: আফগানিস্তান-‘এ’২
২ নভেম্বর: দক্ষিণ আফ্রিকা-‘বি’২
২ নভেম্বর: পাকিস্তান-‘এ’২
৩ নভেম্বর: ভারত-আফগানিস্তান
৪ নভেম্বর: ওয়েস্ট ইন্ডিজ-‘এ’১
৬ নভেম্বর: অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
৭ নভেম্বর: নিউ জিল্যান্ড-আফগানিস্তান
১০ নভেম্বর: প্রথম সেমিফাইনাল

এএইচএস
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি