ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

এক ম্যাচে দুই হ্যাটট্রিক মিচেল স্টার্কের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ শুরুর আর সপ্তাহ-দুয়েক বাকি। ঘরের মাঠে অ্যাশেজ সিরিজকে সামনে রেখে অজিবাহিনীর প্রস্তুতি রয়েছে চূড়ান্ত পর্যায়ে। ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে খেলছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আর এই শেফিল্ড শিল্ডে অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়া পেস আক্রমণের মূল ভরসা মিচেল স্টার্ক। নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে দু-দুবার হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন তিনি! প্রথম ইনিংসে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ইনিংসেও হ্যাটট্রিক করেছেন এই বাঁহাতি পেসার।

প্রথম ইনিংসে তিন বলে তুলে নিয়েছিলেন জ্যাসন বেরেনডর্ফ, ডেভিড মুডি ও সিমোন ম্যাককিনের উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত টানা তিন বলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যান জেসন বেয়ার্নডর্ফ, ডেভিড মুডি ও জনাথন ওয়েলসকে সাজঘরে ফেরান তিনি।

স্টার্কের আগে আর মাত্র সাতজন বোলার প্রথম শ্রেণির ক্রিকেটে একই ম্যাচে দুটি হ্যাট্রিক করেছিলেন। ম্যাচে শুধু বল হাতেই স্টার্ক ভালো করেছেন- এমন নয়। ব্যাট হাতেও দুর্দান্ত স্টার্ক। প্রথম ইনিংসে ৪৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১৪ রান করে।

উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হবে এবারের অ্যাশেজ। স্টার্কের এমন অতিমানবীয় পারফরমেন্সে ভয়ই পেতে পারে ইংলিশরা।

 

সূত্র : নিউজডটকমএইউ

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি