ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

একসাথে কাজ করতে চায় আইসিএমএ - উরি ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ১৪ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:১৬, ১৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং উরি ব্যাংক এর মধ্যকার সমঝোতা স্মারক গত ১৩ অক্টোবর ২০২১ রাজধানীর নীলক্ষেতে অবস্থিত ইন্সটিটিউট-এর কার্যালয়ে সই হয়। আইসিএমএবি’র সেক্রেটারি কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন এবং উরি ব্যাংকের কান্ট্রি ম্যানেজার ডং হিউন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এই সমঝোতার আওতায় উরি ব্যাংক হতে আইসিএমএবি’র সদস্যগণ লোনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

আইসিএমএবি-এর সহ-সভাপতি মো. মুনিরুল ইসলাম, কাউন্সিল সদস্য ও প্রাক্তন প্রেসিডেন্ট মো. আব্দুল আজিজ ও মো. জসিম উদ্দিন আকন্দ , উরি ব্যাংকের ডেপুটি কান্ট্রি ম্যানেজার নিয়াজ উদ্দিন খান সহ উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ কে এম দেলোয়ার হোসেন, সাফা প্রেসিডেন্ট এবং আইসিএমএবি-এর সাবেক সভাপতি এ সময় উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি