ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি(ইউকে)এর দশ বছর পূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ১ অক্টোবর ২০১৯

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) লিমিটেড এর দশ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি লন্ডনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সাইদা মুনা তাসনিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট বশির উদ্দিন, লন্ডনস্থ বাংলাদেশ হাই-কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর এসএম জাকারিয়া হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং রেডব্রীজ এর কাউন্সিলর জামাল উদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি(ইউকে) এর প্রধান নির্বাহী জসিম উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখছেন।ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের দাবীর প্রক্ষিতে দেশে পাঠানো রেমিট্যান্সে দুই শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন।প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে ফলপ্রসু করতে এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি(ইউকে) কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, গত দশটি বছর আমরা আমাদের আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থানরত বাঙালিদের রেমিট্যান্স প্রেরণের পথকে আরো সহজ করে দিয়েছি । দশ বছরে  যুক্তরাজ্যের বাঙালিরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ । 
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি