ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

এক্সিম ব্যাংক কর্মকর্তা নুর মোহাম্মদ চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ১৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান, নুর মোহাম্মদ চৌধুরী (কফিল) ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ (১৮ অক্টোবর) দুপুর ১:৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার (প্রাক্তন অ্যাপোলো) হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর। আগামীকাল ১৯ অক্টোবর বাদ জোহর, সিলেটের ফেঞ্চুগঞ্জের গিলাছড়া ইউনিয়নের যুধিষ্ঠিপুর গ্রামে হযরত শাহ সৈয়দ আলী জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

নুর মোহাম্মদ চৌধুরী ২০০১ সালে প্রিন্সিপাল অফিসার হিসেবে এক্সিম ব্যাংকের যোগদান করেন এবং ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি