ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

এক্সিম ব্যাংকের কাঞ্চন শাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার বর্ধিত এলাকা পূর্বাচলের পার্শ্ববর্তী রূপগঞ্জের কাঞ্চন বাজারে উদ্বোধন করা হল এক্সিম ব্যাংকের ১২৫তম শাখা। শনিবার (৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন মাসকো  চেয়ারম্যান এম এ সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর মেয়র হাজী মো. রফিকুল ইসলাম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, শাহ্ মোহাম্মদ আব্দুল বারীসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ সবুর কাঞ্চনকে ব্যবসা বানিজ্যের স্বর্ণভূমি আখ্যায়িত করে বলেন, এক্সিম ব্যাংক-কে তার আন্তরিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে এই সুযোগকে কাজে লাগাতে হবে। এছাড়াও তিনি এক্সিম ব্যাংকের সেবার প্রতি তার পূর্ণ আস্থা ও সন্তোষ প্রকাশ করেন এবং কাঞ্চনবাসীকে এক্সিম ব্যাংকের সাথে ব্যাংকিং করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যাংকের ব্যবসা বনিজ্যে প্রসারে ব্যাংকের বহুমূখী বিনিয়োগ প্রকল্পের কথা উল্লেখ করেন। একই সাথে তিনি সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদানসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ প্রদান, আন্তর্জাতিক বিভিন্ন পদক ও স্বীকৃতির বিষয় তুলে ধরে স্থানীয় ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের প্রতি আহবান জনান।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি