ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

এখনই বাড়ছে না স্বর্ণের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের বাজারে আজ রোববার থেকে স্বর্ণের দাম বাড়ার কথা ছিল। কিন্তু মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে ছয় ঘণ্টা পরই তা পরিবর্তন করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা আজ রোববার থেকে কার্যকর করার কথা ছিল। কিন্তু দাম বাড়ানোর ঘোষণা দেয়ার ৬ ঘণ্টা পর রাত সোয়া ১২টার দিকে সিদ্ধান্ত পরিবর্তন করে স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি।
এ বিষয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণ-রোপার দাম নির্ধারণ করা হয়। এখন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেশি। তাই দেশের বাজারে সমন্বয় করতে দাম বাড়িয়ে নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়। যা আজ রোববার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু দাম বাড়ানোর পরই ক্রেতারা বিভিন্ন প্রতিক্রিয়া জানান। বড়দিন, ইংরেজি নববর্ষসহ বিভিন্ন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের কারণে অনেক অর্ডার রয়েছে। এ সময় ক্রেতারা দাম না বাড়ানোর অনুরোধ করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি বছরে স্বর্ণের দাম না বাড়ানোর বিষয়ে জরুরি সভায় বসে বাজুস। সভায় পূর্বমূল্য বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। তাই স্বর্ণের দাম আপাতত বাড়ছে না।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি