ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

এনআরসি নিয়ে তৃণমূল নেতাদের সরব হওয়ার নির্দেশ মমতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি প্রকাশের পর পশ্চিমবঙ্গেও আতঙ্ক। উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনীতি।

এনআরসি মানুষের মধ্যে বিভাজন এবং তাদের হেনস্থা করার একটি মাধ্যম বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল নেতাদের এনআরসি নিয়ে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলীয় সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই বৈঠকের পরই মমতা বলেন, ১১ নভেম্বর রাজ্য়ের সমস্ত ব্লকে এনআরসি নিয়ে মিছিল হবে। বড় সমাবেশ হবে কলকাতায়।

মমতা বলেন, তার দল ধর্মের ভিত্তিতে বিভাজনে বিশ্বাস করে না। তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে সেসময় এসেছিলেন তারা সবাই এখন ভারতের নাগরিক।

তবে বিজেপির অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই এর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। গেল মাসে বিজেপি সভাপতি অমিত শাহ, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রচার জোরদার করতে রাজ্যের দলীয় নেতাদের নির্দেশ দেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি