ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

এফআরসি চেয়ারম্যানের সাথে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দি ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)’র প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ এর সাথে সাক্ষাৎ করেছেন। রোববার এফআরসি) চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

আইসিএমএবি প্রতিনিধি দল ইনস্টিটিউট ও কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়ন  এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন। প্রতিনিধি দল আইসিএমএবি এর বিভিন্ন চলমান কর্মকান্ডের ব্যাখ্যা করেন এবং তার সক্রিয় সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

চেয়ারম্যান দেশের ব্যবসা ও শিল্প ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টদের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশে একাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়ন কামনা করেন ও যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি দলের সদস্য ইন্স্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট এম. আবুল কালাম মজুমদার এফসিএমএ এবং আইসিএমএবি এর নির্বাহী পরিচালক  মো: মাহ্বুব উল আলম এফসিএমএ এ সময় উপস্থিত ছিলেন ।

 সংবাদ বিজ্ঞপ্তি

আরকে//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি