এবার মাতবে সবাই `ছুঁয়েছি তোমার মন` গানে
প্রকাশিত : ২২:৫০, ১১ ডিসেম্বর ২০২৫
গীতিকার, সুরকার ও গায়ক জাহাঙ্গীর আলমের নতুন গান "ছুঁয়েছি তোমার মন" আসছে সিডি চয়েজের ব্যানারে। আর সংগীত আয়োজন করেছের মাহামুদুল হাসান রোমান্স। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন স্বনামধন্য পরিচালক বাঁধন রাজ।
গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কে এম সায়েদ নীলয় এবং ফাতেমা আক্তার নীলা; কোরিওগ্রাফার হিসেবে মো: শামীম, সিনেমাটোগ্রাফার মো: আল মামুন, সম্পাদনায় জাবির আবদুল্লাহ, কালারে আছেন এস এম তুষার এবং পাবলিসিটি ডিজাইনে আছেন মাসুম বিল্লাহ।
জাহাঙ্গীর আলমের জন্ম জামালপুর সদরে। তিনি গানের কথা লিখে ইতোমধ্যে পেয়েছেন জাতীয় ইংরেজি দৈনিক "দি ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড" জীবনের জয়গান পুরস্কার। গানের পাশাপাশি তিনি সরকারি চাকরিতে কর্মরত আছেন ভ্যাট ও ট্যাক্স বিভাগে।
এ ছাড়াও জাহাঙ্গীর লিখেছেন প্রায় এক হাজার গান। সুর করেছেন অসংখ্য গানের। গানের কথা লেখা, সুর করা এবং কণ্ঠে ধারণ করা তাঁর অত্যন্ত ভালোলাগার বিষয়। সরকারি চাকরি করলেও মনে-প্রাণে তিনি একজন গীতিকার, সুরকার ও গায়ক। লিখতে ভালোবাসেন।
গানটির প্রযোজনা করেছেন সিডি চয়েজের কর্ণধার মো: জহিরুল ইসলাম সোহেল এবং সার্বিক সহযোগিতা করেছেন সিডি চয়েজের এডমিন মোহাম্মদ এমদাদুল ইসলাম।
আগামীর দিনগুলোতে নিয়মিত উপহার দেবেন সাড়া জাগানো, মন মাতানো মেলোডি গান। জাহাঙ্গীর আলমের গান মানে মেলোডি আর গানের কথায় থাকে ছন্দ। শুদ্ধ সংগীত তথা ছন্দের দোলায় গানের কবিতা লেখা তাঁর পছন্দের। গানের অন্ত্যমিল আর ছন্দে তিনি খোঁজে পান নতুন সৃষ্টির অনুপ্রেরনা। শুদ্ধ সংগীতকে তিনি নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়।
এমআর//










