ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

এবার লাতিন আমেরিকার আকাশে চীনের বেলুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রের পর এবার লাতিন আমেরিকার  আকাশে দেখা দিয়েছে চীনের সন্দেহভাজন বেলুন।

চীন বলছে, একটি বেলুন পথ হারিয়ে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আকাশে ঢুকে পড়েছে। 

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাও নিং বলেন, ‘‘মনুষ্যবিহীন উড়োযানটি চীন থেকে গেছে বলে প্রতীয়মান হয়েছে। সীমিত স্বয়ংক্রিয় ক্ষমতার ডিভাইসটি নির্ধারিত পথ থেকে গুরুতরভাবে বিচ্যুত হয়ে ঘটনাক্রমে লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে প্রবেশ করেছে।”

এর আগে, যুক্তরাষ্ট্রের আকাশে ভেসে বেড়ানো সন্দেহজনক নজরদারি চীনা বেলুন ভূপাতিত করা হয়েছে সাউথ ক্যারোলাইনায় একটি যুদ্ধ বিমান থেকে চীনা বেলুন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে তা ভূপতিত হয়। বেলুনটি ভূপাতিত করার নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

তবে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এর ধ্বংসাবশেষ যাতে উন্মুক্ত জলাভূমির উপরে পড়ে তা নিশ্চিত করার আহবান জানান তিনি। 

যুক্তরাষ্ট্রের উপকূল থেকে ছয় নটিক্যাল মাইল দূরে আটলান্টিকের উপরে বেলুনটিতে আঘাত করা হয়। পরে এর অংশ সমুদ্রে ছড়িয়ে পড়ে, যা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তা। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। বলছে, এতে দুই দেশের সম্পর্কে গুরুতর প্রভাব পড়বে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি