ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

এলগারের ১ রানের আক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার ডিন এলগার। ১৯৯ রান করে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হয়েছেন তিনি। দলীয় ৪৪৫ রানে পুল শট খেলতে গিয়ে মনিনুলের হাতে ধরা পড়েন তিনি।

তবে এলগারের বিদায়ের পরও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রমের সেনিউজ পার্কে ডিন এলগার ও হাশিম আমলার ব্যাটে ভর করে ইতোমধ্যে বড় সংগ্রহ পেয়ে গেছে ফাফ ডু প্লেসিসের দল। লাঞ্চের আগে উইকেটের দেখা না পেলেও লাঞ্চের পর পরই আমলাকে ফিরিয়েছেন পেসার শফিউল ইসলাম। সাজঘরে ফেরার আগে ১৩৭ রানের এক অনবদ্য ইনিংস খেলে গেছেন আমলা। টেস্টে এটি আমলার ২৭তম সেঞ্চুরি।

প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট ৪৬৫ রান। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ১৩ ও টেম্বা বাভুমা ১৪ রানে ব্যাট করছেন।

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি