ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মাসুদুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালে যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ২০১০ সালে যুক্তরাজ্যের ওয়েলস ইন্সটিটিউট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

এছাড়া তিনি ২০১৭ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশী ও বিদেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে পরামর্শক হিসাবে কাজ করেছেন।

২০২০ সালে কে এম হাবিব উল্লাহ মৃত্যুতে ফাউন্ডেশনের চেয়ারপার্সনের পদ শুন্য হয়। অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দিয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি