ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শিক্ষার্থী আটক

ববি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৫৭, ১৭ নভেম্বর ২০২১

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ৩০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড ক‌লে‌জে এ ঘটনা ঘটে।

আটক এ.কে আরাফাত ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের একাউ‌ন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভা‌গের বি‌বিএ শেষ ব‌র্ষের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী উজিরপুর উপজেলার সাতরাল গ্রামের জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের স্থানে প্রক্সি দি‌তে আসে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র ভোলা জেলার দৌলতখান উপজেলার। তার পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইকালে পরীক্ষা পরিদর্শকের কাছে সন্দেহ হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ও কাগজপত্রের ব্যক্তির ছবি অমিল হয়। তখন জিজ্ঞাসাবাদে এ.কে আরাফাত স্বীকার করে ৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসেছে। তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

লোকমান হোসেন জানান, আটক আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র।

জানা গেছে, গ্রেপ্তার আরাফাত ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির বর্তমান সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি