ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কবি অসীম সাহার ৬৮তম জন্মদিন পালন করেছে লেখক শিল্পী জাদুঘর

প্রকাশিত : ২৩:০২, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

শুদ্ধাচার ও সাহসী কবি অসীম সাহার ৬৮তম জন্মদিন পালন করেছে লেখক শিল্পী জাদুঘর। রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত কবির জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যামসুন্দর সিকদার, কবি অঞ্জনা সাহা, কবি শারমিন সাথী, আসলাম সানীসহ অন্যরা কবি অসীম সাহার জীবনালেখ্য তুলে ধরেন। নেত্রকোনায় জন্মগ্রহণকারী কবি অসীম সাহার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫। বাংলা একাডেমী পুরস্কার, আলাওল পুরস্কার, বঙ্গবন্ধু সম্মাননা, আইএফআইসি ব্যাংক পুরস্কার, কোলকাতা আন্তর্জাতিক লিটল ম্যাগ পুরস্কার ছাড়াও কবি অসীম সাহা দেশ ও পশ্চিমবঙ্গের একাধিক পুরস্কারে ভূষিত হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি