ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

করোনা টেস্টে ক্রিকেটারসহ আক্রান্ত দুইজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ৮ সেপ্টেম্বর ২০২০

সাইফ হাসান

সাইফ হাসান

আসন্ন শ্রীলঙ্কা সফর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে ক্রিকেটারদের প্রথম করোনা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে করোনা পজিটিভ এসেছে ওপেনার সাইফ হাসানের। অর্থাৎ, করোনা ভাইরাসে আক্রান্ত এই ক্রিকেটার। এছাড়া ট্রেনার ট্রেভর নিক লির দেহেও মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। বিসিবি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চলমান করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে হুট করেই ক্রিকেটারদের করোনা টেস্ট করাচ্ছে বিসিবি। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রথম দফায় করোনা পরীক্ষার প্রথম দিনে মোট ১৭ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের ৭ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে, ক্রিকেটারদের মধ্যে ওই একজনের দেহেই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আর সাপোর্ট স্টাফের মধ্যে করোনা মিলেছে একজনের দেহে (ট্রেনার)।

১৭ ক্রিকেটারের মধ্যে ছিলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য করোনা পরীক্ষার অভিজ্ঞতা এবারই প্রথম। তাই কিছুটা উৎকণ্ঠা আর শঙ্কা বিরাজ করছিল। শেষপর্যন্ত জানা গেল, নমুনা দেওয়া ১৭ ক্রিকেটারের মধ্যে কেবল সাইফ হাসান-ই করোনা ভাইরাস বহন করছেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাওয়া কঠিন হয়ে গেল সাইফের। চলতি মাসের চতুর্থ সপ্তাহেই বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে টাইগাররা। পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা শ্রীলঙ্কা যাওয়ার আগে আরও তিনবার করোনা পরীক্ষা দেবেন বলেই জানা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি