ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কলকাতায় বাঘ আতঙ্ক, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২০ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:০৩, ২০ জানুয়ারি ২০২০

সিসিটিভিতে ধরা পড়া সেই বাঘের ছবি

সিসিটিভিতে ধরা পড়া সেই বাঘের ছবি

Ekushey Television Ltd.

সুন্দরবন সংলগ্ন ঝাড়গ্রাম বা লালগড় নয়। এবার বাঘের আতঙ্ক ছড়াল কলকাতার উপকণ্ঠে হুগলি শিল্পাঞ্চলের কোন্নগরে। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকেই এলাকার মানুষ দাবি করতে থাকেন, রাতে বাঘ বেরিয়েছে এলাকায়। তাদের দাবির সমর্থনে সিসি ক্যামেরায় ধরা পড়া একটি ফুটেজও দেখিয়েছেন কোন্নগরের কানাইপুরের এক ব্যবসায়ী। তবে বন দফতরের কর্মীদের দাবি, ওটা বাঘ নয়, বড় জোড় বাঘরোল হতে পারে।

এদিন সকাল থেকেই রীতিমতো হইচই পড়ে যায় কানাইপুরের বিভিন্ন প্রান্তে। চাষের মাঠে বেশ বড়সড় থাবার ছাপ দেখতে পান স্থানীয়রা। সেই থাবার সূত্র ধরেই বাদামতলার এক আসবাব তৈরির কারখানার বাইরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। সেই ফুটেজে দেখা যায়, গভীর রাতে কারখানার সামনে দিয়ে হেলতে দুলতে চলেছে একটি বড়সড় বেড়াল জাতীয় প্রাণী।

সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ‘বাঘ’-এর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেয়া হয় বন দফতরে। স্থানীয়দের কয়েক জন আশপাশের ঝোপঝাড়ে তল্লাশি শুরু করেন। সেই তল্লাশিতে এখনও পর্যন্ত কোনও জন্তুর অস্তিত্ব না পাওয়া গেলেও আতঙ্কে তটস্থ এলাকার মানুষ। 

বিজন বসু নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমাদের এলাকায় একটা সময়ে অনেক বাঘরোল ছিল। এখনও কিছু আছে। মূলত কানাইপুর লাগোয়া উত্তর মাঠ এবং হিন্দমোটর কারখানার পিছন দিকের দক্ষিণ মাঠ এলাকার গোটাটাই বড় বড় ঝোপঝাড়ে ভর্তি। সেখানে এক সময় প্রচুর মেছো বেড়াল বা বাঘরোল ছিল।’

বিজনের মতো এলাকার পুরনো বাসিন্দাদের একটা বড় অংশই মনে করছেন, বাঘরোলের ছবিই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ বিষয়ে কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে আমরা চেষ্টা করছি যাতে অযথা আতঙ্ক না ছড়ায়।’

এদিকে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, একটি মিনিট্রাকের পাশ গিয়ে হেঁটে যাচ্ছে বিড়াল জাতীয় ওই প্রাণীটি। তার উচ্চতা ওই মিনিট্রাকের চাকার সমান। যা থেকেই স্থানীয়দের দাবি, এত বড় চেহারা বাঘরোলের হয় না। যদিও বন দফতরের কর্মীরা প্রায় নিশ্চিত, বড় চেহারার মেছো বেড়ালকে দেখেই ভ্রম হয়েছে। সূত্র- আনন্দবাজার প্রত্রিকা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি