ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

কলম্বিয়ায় ব্রিজ ধ্বসে ১০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নির্মাণাধীন একটি ব্রিজ ধ্বসে কলম্বিয়াতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত চারজন। এছাড়া এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় শহর মিটা ডিপার্টমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ব্রিজ ধ্বসে নিচের একটি ট্রাকের উপর পড়ে। এতে দেশটির রাজধানী বোগোটার সঙ্গে নিকটবর্তী শহর ভিলাভিসেনসি-র সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ওই এলাকার সিভিল ডিফেন্সের পরিচালক জর্জ দিয়াজ বলেন, হতাহতদের সবাই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তবে ব্রিজটি ধ্বসের কারণে তারা ২৮০ মিটার উপর থেকে নিচে পড়ে যান। দুর্ঘটনার সময় অন্তত ২০ শ্রমিক ব্রিজের উপর কাজ করছিলেন বলেও যোগ করেন তিনি।

ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন দিয়াজ। তিনি আরও বলেন, ওই ব্রিজের এখনো অর্ধেক অংশ ঝুলে আছে। বাকি অর্ধেক অংশ নিচে পড়ে গেছে।

সুত্র: সিনহুয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি