কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে
প্রকাশিত : ১৫:২৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে কানাডার ফেডারেল কোর্ট।
বিএনপি সদস্য এক বাংলাদেশী নাগরিকের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেওয়া জুডিশিয়াল রিভিউ আবেদন নিষ্পত্তি করার সময় বিচারক হেনরি এস ব্রাউন এ মন্তব্য করেন। ঢাকার মিরপুরের স্বেচ্ছসেবকদলের এক কর্মী মুহম্মাদ জুয়েল হোসেন গাজীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর তিনি জুডিশিয়াল আদালতে আবেদন করেন। কানাডা সরকার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি, আবেদনকারীর এই বক্তব্যের সাথে একমত পোষন করলেও বিচারক বলেন, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। আদালত তার পর্যবেক্ষণে বলেন, বিএনপি সন্ত্রাসী কাজে লিপ্ত ছিলো, লিপ্ত আছে বা লিপ্ত হবে এটি বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে। বিএনপির দাবি দাওয়া সরকারকে মানতে বাধ্য করতে লাগাতার হরতালের কারনে সৃষ্ট সহিংসতা প্রমান করে এটি শান্তিপূর্ণ প্রতিবাদের বাইরে চলে গিয়েছে।
আরও পড়ুন